দণ্ডিতরা হলেন- আব্দুর সোবাহান (৫৫) ২০ হাজার টাকা, নীল কমল ভৌমিক (৪০) ৮ হাজার টাকা, স্বাধন ঘোষ (৫০) ৭ হাজার টাকা, মো. মনসুর আলী (৪০) ৩ হাজার টাকা, রবিন বিশ্বাস (৫০) ৫০ হাজার টাকা, মো. ইয়াসিন মিয়া (৪৫) ১০ হাজার টাকা ও নূর হোসাইন (৩২) ৩ হাজার টাকা।
র্যাব-১২ স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলা শহরের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করা, খাদ্যে ভেজাল, মেয়াদ উওীর্ণ পণ্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও পরিবেশন করার দায়ে ৭ দোকান মালিককে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট উপজেলার সহকারী পরিচালক (জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) মো. মাহমুদ হাসান রনি উল্লেখিত অর্থদণ্ডে দণ্ডিত করেন।